অর্থ আত্মসাতের অভিযোগে পাকিস্তানের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপক নাদিয়া হোসেনের স্বামী আতিফ মুহাম্মদ খানকে গ্রেফতার করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।
শনিবার (৮ মার্চ) দেশটির গণমাধ্যম ডেইলি পাকিস্তান এর এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি বেসরকারি ব্যাংকের থেকে ৫০ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার।
নাদিয়া হোসেনের স্বামী আতিফ মুহাম্মদ এর আগে ব্যাংকের সিকিউরিটিজ বিভাগের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন নাদিয়া হোসেন ও আতিফ মুহাম্মদ। এই দম্পতির সংসারে এখন চার সন্তান রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি বেসরকারি ব্যাংক থেকে ৫০ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন আতিফ মুহাম্মদ। ব্যাংকের গ্রুপ প্রধানের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে এফআইএ।
এফআইএ কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি ব্যাংকটির গ্রুপ প্রধানের অভিযোগের ভিত্তিতে করাচিতে করপোরেট ক্রাইম সার্কেলে একটি মামলা দায়ের করা হয়। এফআইআর নম্বর ৯/২৫। এ ঘটনায় তদন্তে বড় অঙ্কের আর্থিক তছরুপের তথ্য পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, একশ’ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন অভিনেত্রীর স্বামী।