শীর্ষে ওঠার বড় সুযোগ হাতছাড়া করলো আতলেতিকো

0

প্রতিপক্ষের মাঠে জয়ের পথেই ছিল আতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনাকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার আশায় ছিল তারা। কিন্তু আনহেল কোররেয়া লাল কার্ড দেখার পর পথ হারিয়ে ফেলল দলটি। শেষ দিকে চার মিনিটে মাউরো আরামবারির জোড়া গোলে তাদের সেই আশা গুঁড়িয়ে দিল গেতাফে।

লা লিগায় রোববার গেতাফের মাঠে ২-১ গোলে হেরেছে দিয়েগো সিমেওনের দল।  গেতাফের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৭৫তম মিনিটে এগিয়ে যায় আতলেতিকো। স্পট কিকে গোলটি করেন দলটির নরওয়ের ফরোয়ার্ড আলেকসান্দার সরলথ। দীর্ঘ সময় ভিএআর দেখে হ্যান্ডবলের জন্য পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি, যা নিয়ে প্রতিবাদ জানায় স্বাগতিকরা।

নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে বড় ধাক্কাটা খায় আতলেতিকো। প্রতিপক্ষের একজনকে বাজেভাবে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন তাদের আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোররেয়া।  এই ঘটনায় কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। পরে খেলা শুরু হতেই সমতা ফেরান উরুগুয়ের মিডফিল্ডার আরামবারি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গেতাফেকে জয়ের পথে এগিয়ে নেন আরামবারি। লা লিগায় ছয় ম্যাচ পর হারের স্বাদ পেল সিমেওনের দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here