নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে: নুর

0

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, নির্বাচন আসলে আমরা প্রত্যাশা করছি ডিসেম্বরে হবে। প্রধান উপদেষ্টাও বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি এখন সন্দিহান, আদৌ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় কিনা? কারণ তার কতোগুলো লক্ষণ থাকতে হবে। আইনশৃঙ্খখলা পরিস্থিতির উন্নতি, রাজনৈতিক ঐক্যমত। কিন্তু এখন আমরা বিভাজন দেখতে পাচ্ছি।

নুর মনে করেন এসব কারণেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি বলেছেন, এই রকমভাবে দেশ চললে নির্বাচন কবে হয় জানি না। ভোট নিয়ে কি হয় আমরা জানি না। 

রবিবার বিকেলে কুয়ালালামপুরের একটি হোটেলের হলরুমে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখা আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রবাসী অধিকার পরিষদ মালেয়শিয়া শাখার সহ-সভাপতি ফয়সাল শেখের সঞ্চালনায় ও সভাপতি শাহাজাহান মিথুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসেন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তারিকুর রহমান, প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক মোঃ মোকাম্মেল হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক রেজওয়ান সিদ্দিকী, মালেয়শিয়া শাখার সাবেক সভাপতি জাহিদ হাসান, সহ – সভাপতি আমির হোসেন, নাগরিক কমিটি মালয়েশিয়া চ্যাপ্টারের আহ্বায়ক মোঃ এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মালেয়শিয়া শাখার সভাপতি মোঃ বশির ইবনে জাফর, প্রবাসী অধিকার পরিষদ কুয়ালালামপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, সেলাঙ্গর কমিটির সভাপতি শামিম আহমেদ প্রমূখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদ এর অর্থ সম্পাদক শিমুল শেখ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল রাজ, সেলাঙ্গর প্রদেশ শাখা কমিটির সাধারণ সম্পাদক শান্ত।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here