বগুড়ায় সৌদি বাদশার খাদ্য ঝুড়ির উপহার বিতরণ

0

সৌদি বাদশা সালমানের ত্রাণ ও মানবিক সেবা কেন্দ্রের অর্থায়নে ও সুনবুলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে বগুড়ায় ২৪ কেজি ওজনের খাদ্য ঝুড়ির উপহার বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের মালতিনগর হাইস্কুল মাঠে এসব উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিপার আল-বখতিয়ার।

এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জামিলুর রহমান, যুবদল নেতা ফারুকুল ইসলাম ফারুক, সুলতান আহম্মেদ, আইনুল হক পলাশ, মাসুদ রানা মাসুদ, শহিদুল ইসলাম, ফারুক হোসেন, তিমির কান্তি রঞ্জন, পলোক চন্দ্র মোহন্ত ও আব্দুল হামিদ প্রমুখ।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রটোকল অফিসার বর্তমান সচিব ড. ফরিদুল ইসলাম ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনের সার্বিক সহযোগিতায় ৫০০ পরিবারের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সিপার আল বখতিয়ার বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের বন্ধুত্ব অতুলনীয়। ১৯৭৭ সালে বাদশাহ ফাহদের আমন্ত্রণে সৌদি আরব যান বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং উপহার হিসেবে সাথে নিয়ে যান বেশ কিছু নিম গাছের চারা। সেই থেকে সৌদি আরব ও বাংলাদেশ পরস্পর অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের উন্নয়নের জন্য অর্থ সাহায্য চলমান রেখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here