যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের ডাডেভিলে শহরে একটি জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে। আরো কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় শনিবার রাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে।
প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যালয় থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউজ।
তবে কে এই হামলা চালিয়েছে বা কারা এই ঘটনায় জড়িত তা জানা যায়নি। কাউকে গ্রেফতারের বিষয়েও কোনো তথ্য দেয়নি পুলিশ।
সূত্র: বিবিসি