কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

0

মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। শনিবার বিকেলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি বলেন, সরকার নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশীদার হয়ে ভূমিকা রাখছে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানিয়ে বলেন, নারীরা কখনও কোনো সহিংসতার শিকার হলে ১০৯ নাম্বারে ফোন করলে প্রশাসন দ্রুত আইনি ব্যবস্থা নেবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাুসুদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল প্রমুখ। সভার পূর্বে এক শোভাযাত্রা উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here