রংপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

0

রংপুরে ‌‘অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে রংপুর জেলা প্রশাসন ও নারী বিষয়ক অধিদপ্তর উপ পরিচালকের কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। 

আজ শনিবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, রংপুর জেলা প্রলিশ সুপার মোঃ আবু সাঈম। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপপরিচাল মোছাঃ সেলোয়ারা বেগম, হিসাব রক্ষক হাসানুর ইসলাম, স্বর্ণ নারী এসোসিয়েশন রংপুরের সভাপতি মঞ্জুশ্রী শাহা, শহীদ জননী সামসি আরা কলি,  টিআইবি (সনাক) প্রতিনিধি  সামসাদ বেগম,  ডাঃ সমর্পিতা ঘোষ তানিয়া,  বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোছাঃ রুমানা জামান, নাগরিক উদ্যোগ এর এরিয়া সমন্বয়কারী শিল্পী রানী সরকার,  একাউন্স এন্ড এডমিন রবিন্দ্রনাথ ঠাকুর, দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র রংপুরের সমন্বয়কারী মোঃ ইকবাল হোসেন, আরডিআরএস বাংলাদেশ এর ডিস্ট্রিক কো অডিনেটর মেজবাহুন নাহার, সীড-এর নির্বাহী পরিচালক শারতি সাহা, ব্র্যাক আইডিপির ডিস্ট্রিক কো অডিনেটর একেএম জাহিদুল ইসলাম, এডাব এর প্রতিনিধি আহসান হাবিব রবু। আলোচনা শেষে প্রধান অতিথি ১০ জন নির্বাচিত নারীকে সেলাই মেশিন বিতরণ করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here