দুই হাতে ঘড়ি পরার কারণ জানালেন অভিষেক

0

বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে সম্প্রতি একটি ভিডিওতে তার দুই হাতে ঘড়ি পরে থাকতে দেখা গেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। কারও ভাষ্যে, সময়টা হয়ত খারাপ যাচ্ছে। কেউ আবার এমনও বলেন, স্ত্রী আর মা জোর করে দুই হাতে ঘড়ি পরিয়ে দিয়েছেন। 

কিন্তু অনেকেরই অজানা, বচ্চন পরিবারে তিনিই একমাত্র ব্যক্তি নন, যিনি দুই হাতে ঘড়ি পরেন। আরও কিছু সদস্য আছেন, যাদের এই অভ্যাস রয়েছে। তবে এর পিছনে একটি বিশেষ কারণও রয়েছে।

বচ্চন পরিবারে এই ট্রেন্ড যিনি শুরু করেছিলেন, তিনি আর কেউ নন অভিষেকের মা জয়া বচ্চন। ইন্ডিয়া টিভি নিউজের ২০১১ সালের এক প্রতিবেদন অনুসারে, জয়া বচ্চনের মাধ্যমে বচ্চন পরিবারে এই অভ্যাস শুরু হয়।

একটি পুরোনো সাক্ষাৎকারে অভিষেক দুটি ঘড়ি পরার কারণ জানিয়েছিলেন। তার কথায়, ‘হাতে দুটি ঘড়ি পরার এই অভ্যাস আমার মায়ের কাছ থেকে এসেছে। আমি যখন ইউরোপে বোর্ডিং স্কুলে পড়তাম, তখন মা দুই হাতে ঘড়ি পরতেন।’

অভিষেক জানান, তার মা দুই হাতে দুটি ঘড়ি পরতেন যাতে তিনি দুই জায়গার সময় মাথায় রাখতে পারেন। কিছুদিন পর বাবা অমিতাভও দুই হাতে ঘড়ি পরতে শুরু করেছিলেন। যাতে তার মায়ের মতো তিনিও দুই জায়গার সময় দেখতে পান।   

তার ভাষ্য, ‘এরপর থেকে বাবা আমার সঙ্গে ইউরোপের সময় অনুসারে কথা বলতেন।’ এটি এমন একটি কারণ যা জানার পর, যারা তাকে নিয়ে মজা করেছিলেন তারা হয়ত সত্যিটা বুঝতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here