বরুণ চক্রবর্তীকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছে নিউজিল্যান্ড

0

হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত তাদের সব ম্যাচ খেলেছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। আর এই উইকেটে বাড়তি সুবিধা পান স্পিনাররা। এই বাড়তি সুবিধার সবটুকু নিয়েছেন বরুণ চক্রবর্তী। তাই ফাইনালের আগে তাকে নিয়ে সতর্ক নিউজিল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষেই প্রথম ম্যাচ খেলেন বরুণ। সেই ম্যাচে ক্যারিয়ার সেরা ৪২ রানে ৫ উইকেট নিয়েছেন। সেটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ। ভারতের দেয়া ২৪৯ রানের জবাবে খেলতে নামা কিউইদের প্রায় একাই গুঁড়িয়ে দেন ২০৫ রানে।

এরপর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯ রানে বরুণ নিয়েছেন ২ উইকেট। আউট করেছেন ভারতের যম ট্রাভিস হেডকেও।

বরুণের বোলিংকে সমীহ করে গ্যারি স্টেড বলেছেন, ‘খুব ভালো বোলার সে, কোনো সন্দেহ নেই। আগের ম্যাচে আমাদের বিপক্ষে সে তার দক্ষতা দেখিয়েছে এবং সে বড়, অনেক বড় হুমকি। তাই আমরা কীভাবে তাকে নিষ্ক্রিয় রাখতে পারি এবং কীভাবে তার বিপক্ষে রান করতে পারি, তা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করব আমরা।’

তাছাড়া দুবাইতে স্পিন দিয়েই কিউইদের কাবু করতে চাইবে ভারত, এমনটাই মনে করেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড। ভারত তাদের প্রথম দুই ম্যাচে তিন স্পিনার খেলিয়েছে। আর পরের দুই ম্যাচে দলটিতে খেলেছেন চার স্পিনার।

ফাইনালের আগে ভারতের স্পিন আক্রমণ নিয়ে স্টেড বলেছেন, ‘আমাদের বিপক্ষে সবশেষ ম্যাচে ৪২ রানে ৫ উইকেট নেওয়ার পর অবশ্যই আমরা ধারণা করছি যে, (ফাইনালে) সে খেলবে। আর সেভাবেই আমরা পরিকল্পনা করব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here