পাকিস্তান নিয়ে গাভাস্কারের মন্তব্যের জবাব দিলেন গিলেস্পি

0

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ জিততে পারেনি আয়োজক পাকিস্তান। নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে তারা। আর বৃষ্টির কারণে বাতিল হয়েছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি। পাকিস্তানের এমন নাজেহাল অবস্থার মধ্যে কটূক্তি করেছেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

সম্প্রতি স্পোর্টস টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ভারতের বি-টিমও পাকিস্তানকে সহজে হারাতে পারবে। যদিও সি-টিম হারাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।

গাভাস্কার বলেন, আমি মনে করি ভারতের ‘বি’ দল অবশ্যই পাকিস্তানের বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। ‘সি’ দল নিয়ে আমি নিশ্চিত নই। তবে বর্তমান ফর্ম অনুযায়ী, পাকিস্তানের জন্য ভারতের ‘বি’ দলকে হারানো খুবই কঠিন হবে।

গাভাস্কারের এমন মন্তব্যের বিরোধিতা করেছেন জেসন গিলেস্পি। চ্যাম্পিয়্ন্স ট্রফির আগে বরখাস্ত হওয়া পাকিস্তানের সাবেক কোচ মনে করছেন, গাভাস্কার আজগুবি কথা বলছেন।

সাবেক অজি ক্রিকেটার গিলেস্পি মনে করেন, পাকিস্তান যদি তাদের সঠিক খেলোয়াড়দের দলে নেয় এবং পর্যাপ্ত সময় দেয়, তাহলে তারা যেকোনো দলকে হারিয়ে দিতে সক্ষম।

গিলেস্পি বলেন, আমি এই কথাবার্তা বিশ্বাস করি না। আমি সুনীল গাভাস্কারের কিছু মন্তব্য দেখেছি, যেখানে তিনি বলেছেন, ভারতের বি দল বা সি দল পাকিস্তানের প্রধান দলকে হারিয়ে দেবে। এটা সম্পূর্ণ আজগুবি কথা। একেবারে অর্থহীন। যদি পাকিস্তান সঠিক খেলোয়াড়দের নির্বাচন করে এবং মেলে ধরার, শেখার এবং খেলায় উন্নতি করার সময় দেয়, তাহলে তারা যেকোনো দলকে হারাতে সক্ষম। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here