অপরাধমুক্ত সমাজ গড়তে জামালপুরে ওপেন হাউস ডে পালিত

0

জামালপুরে মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং, ছিনতাই, কুসংস্কার, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মানব পাচারসহ বিভিন্ন অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের ওপেন হাউস ডে পালিত হয়েছে।

জামালপুর সদর থানার আয়োজনে বৃহস্পতিবার বিকালে শরিফপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, ওসি ডিবি নাজমুল সাকিব প্রমুখ। 

এ সময় জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সবার সম্মিলিত প্রচেষ্টায় জামালপুরকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজ থেকে অপরাধ দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

ওপেন হাউস ডে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং সমাজের নানা সমস্যা ও তার সমাধান নিয়ে মুক্ত আলোচনা করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here