গোবিপ্রবিতে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ উদ্বোধন

0

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ল্যান্ডফোন (জিপিওএন) সংযোগ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ কক্ষে ল্যান্ডফোনের মাধ্যমে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের কথা বলে উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আমরা প্রথম পর্যায়ে ৩২টি সংযোগ চালু করেছি। পরবর্তী ধাপে সকল বিভাগীয় প্রধানের অফিসে ল্যান্ডফোন সংযোগ দেয়া হবে। সেই সঙ্গে অতি দ্রুত প্রতিটি অফিসকে পিএবিএক্স সংযোগের আওতায় আনতে পারবো।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতি, দপ্তর প্রধান ও প্রাধ্যক্ষসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here