মার্কেটে আগুন যাতে না লাগে, তার দায়িত্ব সরকারের : ড. আব্দুল মঈন

0

আওয়ামী সরকার দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে একটার পর একটা আগুন লাগাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতায় থাকতেই আওয়ামী সরকার মার্কেটে আগুন দিচ্ছে। 

তিনি বলেন, মার্কেটের আগুন যাতে না লাগে, তার দায়িত্ব সরকারের। এবং আগুন লাগলে তা কিভাবে নিভাতে হবে, তার দায়িত্ব ও কিন্তু সরকারের। কিন্তু আওয়ামী সরকার প্রত্যাকটি দায়িত্বে ব্যর্থ হয়েছে। 

মঈন খান বলেন, আওয়ামী সরকার তাদের ক্ষমতাকে অন্যায়ভাবে অগণতান্ত্রিকভাবে দীর্ঘায়িত করতে চায়, সেজন্য তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। 

তদন্তের আগে কাউকে দোষারোপ করা উচিত নয় এবং দোষী বলা সরকারের কাজ নয় মন্তব্য করে মঈন খান বলেন, যেহেতু সরকারের দায়িত্ব রয়েছে, কেন আগুন লেগেছে? কিভাবে আগুন লেগেছে? কে লাগিয়েছে?  সরকার তদন্তের আগে কাউকে দোষারোপ করলে, আমরা তার তীব্র প্রতিবাদ করবো। কাউকে উদ্দেশ্যমূলকভাবে দোষারোপ করে এইবার আওয়ামী সরকার পার পাবে না। 

আজ রবিবার দুপুরে উত্তরার  দক্ষিণখানের ফায়দাবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদের উদ্যোগে ১২ শত অসহায় দুস্থ গরীব দুঃখী নারী পুরুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মঈন খান বলেন, আওয়ামী সরকার এখন ৭২-৭৫ এর স্টাইলে দেশ চালাচ্ছেন। তাদের সকল অন্যায়, নির্যাতন, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। দেশে সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ গণআন্দোলনের বিকল্প নাই।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল বলেন, বিভিন্ন দুর্যোগ ও দুরব্যবস্থা সৃষ্টি করে আওয়ামী সরকার নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি আড়াল করতে চাচ্ছে। বিভিন্ন মার্কেটে একটার পর একটা আগুন লাগছে। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কি হবে? সাধারণ মানুষের কি হবে? ক্রেতা সাধারণের কি হবে? মানুষ আজ খুব অসহায়, কঠিন ও ক্লান্তি কাল অতিক্রম করছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here