চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার খুলশী থানার শাহজাহান মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৮১টি ওমানী পয়সা এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মো. জয়নাল আবেদীন (৪১), মো. জাহান হোসেন সুমন (৩৫), এয়ার হোসেন রানা (৪২) এবং মো. মিজানুর রহমান (৩৫)।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, জিইসি মোড় সংলগ্ন এলিট পেইন্ট নামের রংয়ের অফিসের সামনে প্রতারক চক্রের সদস্য মেজবাউল আজম নামে এক যুবককে বিদেশি মুদ্রা দিয়ে প্রতারণা করে এক লাখ ৫৭ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে পুলিশ গ্রেফতার করে।
তিনি বলেন, চক্রের সদস্যদের কাছ থেকে ১৮১টি ওমানের পয়সা এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। একই সাথে ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।