কানাডায় বাংলাদেশি মালিকানাধীন ‘সান্স ম্যাট্টিমনি’র যাত্রা শুরু

0

কানাডা-আমেরিকায় বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের বিয়েকে উৎসাহিত ও সহযোগিতা দিতে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘সান্স ম্যাট্টিমনি’(sanaa.ca)। 

টরন্টো ভিত্তিক এই প্রতিষ্ঠানটি নিজস্ব সংস্কৃতি এবং ধর্মীয় বলয়ের মধ্যে বিবাহযোগ্য ছেলে মেয়েদের মধ্যে যোগসূত্র স্থাপনে কাজ করবে। 

গত বুধবার টরন্টোর ‘লবঙ্গ’ রেস্টেুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম ঘোষণা করা হয়। 

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ওয়াজিউর রহমান মুরাদ সান্স ম্যাট্টিমনির আদর্শ উদ্দেশ্য এবং কর্মপদ্ধতি তুলে ধরেন। এতে কমিউনিটির নেতৃত্ববৃন্দ, মসজিদের ইমাম, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, লেখক- সাংবাদিকসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিভাবকরা প্রবাসে বেড়ে ওঠা সন্তানদের বিয়ে নিয়ে যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন তা তুলে ধরেন। অভিভাবকরা বলেন, একে তো ক্যারিয়ারের চাপে ছেলে মেয়েরা বিয়ে বিমুখ হয়ে উঠছে, অপরদিকে নিজ সংস্কৃতি বা ধর্মের মধ্যে বিয়ের পাত্র পাত্রী খুঁজে পাওয়াটা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন, ‘সান্স ম্যাট্টিমনি’র মতো প্রতিষ্ঠান এই ক্ষেত্রে কানাডার বাংলাদেশি কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
 
সান্স ম্যাট্টিমনির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াজির হোসেন মুরাদ তাঁর বক্তৃতায় বলেন, লাইন্সেড ইমিগ্রেশন কনসালট্যান্ট হিসেবে এক যুগেরও বেশি সময়ে পেশাগত অভিজ্ঞতায় সন্তানদের বিয়ে নিয়ে বাংলাদেশি কমিউনিটির অভিভাবকদের উদ্যোগই তাকে নতুন এই সেবায় আত্মনিয়োগে উৎসাহিত করেছে। তিনি বলেন, সম্পূর্ণ পেশাদারিত্বের ভিত্তিতে এই প্রতিষ্ঠান পরিচালিত হবে। মুনাফা নয়- বাংলাদেশি কমিউনিটির অভিভাবকদের দুঃশ্চিন্তার ভাগিদার হতেই তিনি সান্স ম্যাট্টিমনি প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here