চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ের নায়ক বরুণ চক্রবর্তী। অপ্রতিরোধ্য নিউজিল্যান্ডকে থামিয়ে ক্রিকেটার হওয়ার গল্প জানালেন বরুণ।
গতকাল (২ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাই ছিল এই টুর্নামেন্টে বরুণের প্রথম ম্যাচ। প্রথমবার সুযোগ পেয়েই কাজে লাগিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম এবং ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয়বার মাঠে নেমে পাঁচ উইকেট তুলে নিয়েছেন তিনি।
৪২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন বরুণ। ম্যাচশেষে দলের হয়ে আসেন সংবাদ সম্মেলনে। এসময় ক্রিকেটার হওয়ার পেছনের গল্প জানান তিনি।
বরুণ বলেন, ‘আমি ক্রিকেট অনেক দেরিতে শুরু করেছি। ২৬ বছর বয়সে মন দিয়ে ক্রিকেট খেলা শুরু করি। তার আগে আমার অন্য স্বপ্ন ছিল। স্থপতি হতে চেয়েছিলাম। সিনেমা বানাতে চেয়েছিলাম। কিন্তু ২৬ বছরের পর থেকে শুধু ক্রিকেটার হওয়ার স্বপ্নই দেখেছি। সেই স্বপ্নই ধীরে ধীরে সত্যি হচ্ছে।’
২০২১ সালে আইপিএলের পারফরম্যান্সের জন্য সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন বরুণ। কিন্তু গ্রুপ পর্বের তিনটি ম্যাচে একটিও উইকেট পাননি। ভারতও গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল। তবে এবার সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন তিনি।
এ প্রসঙ্গে বরুণ বলেন, ‘সেবার খুব শিশির পড়ছিল। রাতে বল ধরতে সমস্যা হচ্ছিল। আমি যে খুব খারাপ বল করেছিলাম, তা নয়। কিন্তু আমরা জিততে পারিনি। কিন্তু এ বার আমরা ভালো ক্রিকেট খেলছি। জিতছি। তাই ভালো লাগছে।’