দিনাজপুরের বিরামপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।
আজ সকালে উপজেলার দিওড় বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিরামপুর উপজেলার দিওড় বটতলী এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাসের চালক এবং পিকআপের চালক ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।