রাজারহাটে একাধিক মামলার আসামি গ্রেফতার

0

কুড়িগ্রামের রাজারহাটে ইউপি সদস্য মাইদুল ইসলাম ও তার স্ত্রী জবা বেগমকে আক্রমণকারী মাদক কারবারি ও একাধিক মামলার আসামি নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজারহাট থানা পুলিশ নিজাম উদ্দিনকে গ্রেফতার করে। পরে তাকে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে সোমবার জেলহাজতে প্রেরণ করা হয়।

নিজাম উদ্দিন নাজিমখান ইউনিয়নের বারো সুদাই গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নুর উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, গত রবিবার বিকেলে তার বড়ো ভাই সাড়ে তিন বছরের ভাতিজাকে সঙ্গে নিয়ে ইফতার সামগ্রী কেনার উদ্দেশে রাজারহাট বাজারের দিকে রওনা দেন। তারা মাদক কারবারি নিজামুদ্দিনের বাড়ির কাছাকাছি পৌঁছালে নিজামুদ্দিন ও তার দলবল ইউপি সদস্য মাইদুল ইসলামের পথরোধ করে রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে। মারধরের খবর শুনে তার স্ত্রী ছুটে এলে তাকেও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে নিজাম উদ্দিন এলাকায় মানুষকে নানা হয়রানি করে আসছিল। কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করলে উল্টো তাকেই হুমকি ও নির্যাতনের শিকার হতে হয়।

এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে তার বিরুদ্ধে মারামারির মামলা হলে তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here