কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীর গুলিতে রওশন আলী নামে এক নেতা (সাব মাঝি) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
শনিবার বিকাল ৪ টার দিকে উখিয়া বালুখালী ১৩ নম্বর ক্যাম্পের ই ২ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ।
মো. ফারুক আহমেদ জানান, মাঝি বিকালে তার ক্যাম্পে অবস্থান করছিলেন। এ সময় ৬-৭ জন রোহিঙ্গা সন্ত্রাসী তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় আবার পেটে ছুরিকাঘাত করে। খবর পেয়ে রোহিঙ্গাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
নিহতদের মরদেহ উখিয়া থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের তথ্য বলছে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ১২৯ টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর সাথে জানুয়ারি থেকে এ পর্যন্ত (২ এপ্রিল) ২২ টি হত্যাকাণ্ড হল। এছাড়া এপিবিএন এর সাথে গোলাগুলিতে নিহত হয়েছেন আরও আরসার ২ নেতা।