কিশোরগঞ্জে পৃথক অভিযানে অপরহণ ও ছিনতাইচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সন্ধ্যার দিকে অভিযানে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাদেরকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, কিশোরগঞ্জের পাকন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি গ্রামের লিটন মিয়ার ছেলে আরাফাতুল ইসলাম আকাশ (১৭) ঈদ উপলক্ষে বাড়িতে আসেন। ট্রেনে কিশোরগঞ্জ রেলস্টেশনে নেমে সেখান থেকে পায়ে হেঁটে শহরের বড়বাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে আসলে চার অপহরণকারী তাকে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়।
গ্রেফতার চারজন হলো কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মাহমুদ হক টিটু (২৩), নগুয়া বগাদিয়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে লালন মিয়া (২৪), বত্রিশ আমলীতলা এলাকার সফুর উদ্দিনের ছেলে হৃদয় (২৩) ও বিলবরুল্লা গ্রামের তোতা মিয়ার ছেলে মাসুম (১৯)।
এদিকে অপর এক অভিযানে র্যাবের দলটি কিশোরগঞ্জ শহরের মনিপুরঘাট থেকে সোহেল (২৮) নামে ছিনতাইচক্রের এক সদস্যকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, গ্রেফতারকৃতরা ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন স্থানে লোকজনের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনতাই এবং অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।