বৃষ্টিতে পণ্ড হওয়া ম্যাচের টিকিটের টাকা ফেরত দেবে পিসিবি

0

চ্যাম্পিয়নস ট্রফিতে বৃষ্টিতে ভেসে গেছে রাওয়ালপিন্ডির দুটি ম্যাচ। এমনকি টসও হয়নি এই দুই ম্যাচের। এতে ম্যাচ দেখতে আসা দর্শক-সমর্থকরা মন খারাপ করেই বাসায় ফিরেছেন।

মাঠে বসে খেলা দেখতে না পারলেও টিকিটের টাকা খোয়া যাচ্ছে না দর্শক-সমর্থকদের। ভেস্তে যাওয়া দুই ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন টিকিটধারীরা। 

শনিবার (১ মার্চ) এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সাধারণ টিকিটধারীরা টাকা ফেরত পেলেও পাবেন না হসপিটালিটি (বক্স এবং পিসিবি গ্যালারি) টিকিট কাটা দর্শকরা। টিকিটের টাকা ফেরত পেতে আগামী ১০ থেকে ১৪ মার্চ পর্যন্ত নির্দিষ্ট আউটলেটে যোগ করতে বলেছে পিসিবি।

আরও জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে মূল টিকিট নিয়ে আউটলেটে না গিয়ে পরে গেলে টাকা ফেরত পাবেন না দর্শকরা।

বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় দুটি ম্যাচের মধ্যে বাংলাদেশেরও একটি আছে। গত ২৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। এর আগে ২৫ ফেব্রুয়ারি এই রাওয়ালপিন্ডিতেই অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ পরিত্যক্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here