অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্ন থেকে প্রায় ৫৫০ কিমি দূরে অবস্থিত সাজানো গোছানো ছোট শহর মিলডোরা। মিলডোরাতে একটিমাত্র মসজিদ। সৌদি আরবের সাথে সামঞ্জস্য রেখে মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার থেকে মুসলিম উম্মাহ পবিত্র রমজান শুরু করে।
কাজের তাগিদে কিছু বাংলাদেশি পরিবারের বাস এই ছোট শহরে যার অধিকাংশই চিকিৎসক পরিবার। জনি এবং শিপার উদ্যোগে ৩২ ডার্লিংটন প্যারেডে পবিত্র রমজান মাসের প্রথম রোজা শেষে ইফতার পার্টি স্থানীয় বাংলাদেশি পরিবারগুলোর মিলনমেলায় পরিণত হয়।
ইফতার অনুষ্ঠানে বাংলাদেশ ও মুসলিম উম্মার মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।