ফুলপুরে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক

0

ময়মনসিংহের ফুলপুরে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করা হয়েছে। ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর পৌরসভার দক্ষিণ গোদারিয়া নামক স্থান থেকে ফুলপুর থানা পুলিশ তাদের আটক করে। 

থানা সূত্রে জানা যায়, ফুলপুর থানার এসআই মনোয়ার হোসেন, এসআই কবির হোসেন, এএসআই মিজানুর রহমান, এএসআই মনিরুজ্জামান ও এএসআই সুমন মিয়া সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে শুক্রবার রাতে মহাসড়কে রাত্রীকালীন ডিউটি করছিলেন। রাত সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দক্ষিণ গোদারিয়া নামক স্থানে একদল ডাকাত ছদ্মবেশে ভ্যানগাড়িতে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞাসহ সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদার ও ওসি আব্দুল্লাহ আল মামুনকে অবহিত করলে তারা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। তাদের নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করলে ডাকাতদলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ কিশোর গ্যাংয়ের চার সদস্য যথাক্রমে ফুলপুর উপজেলার মিচকী গ্রামের লিটন মিয়ার ছেলে রবিন মিয়া (২১), একই গ্রামের বজলুর রহমানের পুত্র আব্দুল আলীম (১৯), আ. বারেকের পুত্র মাসুম মিয়া (২০) ও চরআশাবট গ্রামের মিলন মিয়ার পুত্র মো. রবিনকে (১৯) আটক করেন। এ সময় কিশোর গ্যাংয়ের আরও ৫-৬ সদস্য পালিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here