পাবনায় এক ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনশি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, পাবনা শহরের ফজলুল হক রোডের মুক্ত টেইলার্সের মালিক মুন্না হোসেন ও তার স্ত্রী মুক্তা খাতুন।
সংবাদ সম্মেলনে পুলিশ জানান, যশোর থেকে এসে পাবনায় পাটের ব্যবসা করতেন ভুক্তভোগী ইসমাইল হোসেন। মাঝে অভিযুক্তদের সঙ্গে পরিচয় হয় তার। পরবর্তীকালে মুক্তা খাতুন সুপরিকল্পিতভাবে ভুক্তভোগী ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সেই সুযোগে পরিকল্পিতভাবে ইসমাইলের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেন তিনি। পরবর্তীকালে ধারের টাকা ফেরত দেওয়ার কথা বলে তাকে গত ২০ মার্চ রাধানগর ময়দানপাড়ায় আসামিদের নিজস্ব বাসায় আসতে বলেন।