রবসন-দরিয়েলতনের জোড়া গোলে কিংসের দাপুটে জয়

0

বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা ১০ ম্যাচ জয়ের পর আজমপুর ফুটবল ক্লাব উত্তরার কাছে হোঁচট খেয়েছিল বসুন্ধরা কিংস। তবে সেটা নিছকই অঘটন বললে হয়তো ভুল হবে না। কেননা বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজমপুরের সঙ্গে ড্র করার ঠিক পরের ম্যাচেই দাপুটে এক জয় তুলে নেয় কিংস। 

রবসন রবিনহো ও দরিয়েলতন ঝলকে ঘরের মাঠে ফর্টিস এফসিকে ৪-১ গোলে উড়িয়ে দেয় তারা। জোড়া গোল করেন রবসন-দরিয়েলতন দুজনেই।

বিরতির পর ৫৯ মিনিটে মিগেল ফিরেরার ফ্রি কিক থেকে কোনাকুনি শটে ব্যবধান বাড়ান দরিয়েলতন। ৭০ মিনিটে বাঁ প্রান্ত থেকে রবসনের ক্রসে পা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফর্টিসের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন জুফ।

১২ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করল কিংস। অন্যদিকে ২ জয়, ৬ ড্র ও ৪ হারে ১২ পয়েন্ট নিয়ে সাতে আছে ফর্টিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here