জাতীয় দলে ফিরতে প্রস্তুত কোর্তোয়া

0

দোমেনিকো তেদেস্কোর ছাঁটাইয়ের পর জাতীয় দলে খেলা নিয়ে নিজের ভাবনা বদল করেছেন থিবো কোর্তোয়া। গত জানুয়ারিতে তেদেস্কোকে ছাঁটাই করে রুদি গার্সিয়াকে দায়িত্ব দেয় বেলজিয়াম। তাই আন্তর্জাতিক ফুটবলে দেশের প্রতিনিধিত্ব করতে এখন পুরোপুরি প্রস্তুত কোর্তোয়া। আর অভিজ্ঞ এই গোলকিপারকে ফিরে পেতে উন্মুখ হয়ে আছেন নতুন কোচ গার্সিয়াও।

আগের কোচ তেদেস্কোর সঙ্গে ঝামেলার কারণে দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন কোর্তোয়া। ২০২৩ সালের জুনের পর আর দেশের হয়ে খেলেননি অভিজ্ঞ এই গোলরক্ষক। তবে বর্তমানে সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই জাতীয় দলের জার্সিতে দেখা যাবে কোর্তোয়াকে। 

সাবেক ইংলিশ ফুটবলার রিও ফার্দিনান্দের সঙ্গে এক পডকাস্টে কোর্তোয়া বলেন, ‘আমি জাতীয় দলকে মিস করেছি। তবে এখন আমি (ফেরার জন্য) প্রস্তুত।’ নেশন্স লিগের দুই লেগের প্লে-অফে মার্চে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। 

২০২২ বিশ্বকাপের পর বেলজিয়োমের দায়িত্ব নেন তেদেস্কো। শুরুটা বেশ ভালোই ছিলো। তার কোচিংয়ে প্রথম ১৩ ম্যাচের কোনোটিতেই হারেনি বেলজিয়াম। কিন্তু গত বছর ইউরোতে শেষ ষোলো থেকেই বিদায় নেয় দল। পরে নেশন্স লিগে গ্রুপের ছয় ম্যাচে স্রেফ একটি জিতে তৃতীয় হয় তারা। 

সবশেষ গত নভেম্বরে ইসরায়েলের কাছে হারার পর থেকেই তার অবস্থান নড়বড়ে হয়ে পড়ে। সব মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে বেলজিয়ামের জয় ছিল স্রেফ একটি। সেটির খেসারতই দিতে হলো ইতালিয়ান এই কোচকে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here