মেসি ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়, প্রশংসায় ভাসালেন ফেদেরার

0

বিশ্ব ‍ফুটবল কিংবা ক্লাব ক্যারিয়ার, সব জায়গাতেই সফলতম নাম লিওনেল মেসি। তিনি এরইমধ্যে সম্ভাব্য সবকিছুই জিতে ফেলেছেন। 

আর্জেন্টিনাকে গত ডিসেম্বরেই মেসি বিশ্বকাপ এনে দিয়েছেন। এর মধ্য দিয়ে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘টাইম’-এর করা সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকাতে জায়গাও করে নিয়েছেন মেসি। ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও ঠাঁই পেয়েছেন এই তালিকায়।

তার কাছে, মেসির ড্রিবলিং, কৌণিক পাসগুলো সবই যেন শিল্পকর্ম। সচেতনতা ও আগে থেকেই কোনো বুঝে ফেলার ক্ষমতা বোধগম্যতার বাইরে।

ফেদেরার আরও লিখেছেন, ‘আমার ক্যারিয়ার শেষ হয়েছে। এখন বুঝতে পারি আমরা অ্যাথলেটরা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু দৈনন্দিন জীবনে আমরা তা টের পাই না। মেসির মতো একজন ফুটবলারের জন্য এটির ব্যাপ্তি আর বড়, কারণ সে জনপ্রিয় একটি ক্লাব এবং ফুটবলপাগল একটি দেশের প্রতিনিধিত্ব করে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয় অসাধারণ ছিল। বুয়েনস আয়ার্সের রাস্তায় লাখ লাখ মানুষ নেমে পড়া খেলাধুলার জন্য দারুণ মুহূর্ত। গোটা বিশ্বই তা দেখেছে। এমনকি যারা ফুটবল দেখে না তারাও বুঝেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির প্রভাব কতটা।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here