ফরিদপুরে অসুস্থ বয়স্ক শ্বশুর-শাশুড়ির সেবাযত্নকারী ছেলের বউদের মাঝে পুরস্কার বিতরণ করেছে এতিম কল্যাণ ফাউন্ডেশন নামে একটি সংস্থা। শুক্রবার বিকেলে এ উপলক্ষে ডিক্রিরচর ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে অসুস্থ বয়স্ক শ্বশুর-শাশুড়ির সেবাযত্নকারী ৫০ জনের ছেলের বউকে পুরস্কৃত করা হয়।