এ সময়ের অন্যতম সেরা পেসার কাগিসো রাবাদা। ২৭ বছর বয়সী এই প্রোটিয়া গতিতারকা এবার নতুন এক রেকর্ডে নাম লেখালেন।
আইপিএলে দ্রুততম ১০০ উইকেটের মালিক হলেন রাবাদা। এবারের আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন এই প্রোটিয়া তারকা। বৃহস্পতিবার তিনি নাম লিখিয়েছেন ইতিহাসে।
মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় ইনিংসে অর্থাৎ গুজরাট টাইটান্সের ব্যাটিংয়ের সময়ে এই রেকর্ড গড়েন রাবাদা। গুজরাটের ইনিংসের পঞ্চম ওভারে ঋদ্ধিমান সাহার উইকেটটি তুলে নিয়ে ‘১০০’ পূর্ণ করেন ডানহাতি এই পেসার।