চাঁদেও ঘাঁটি গড়তে চায় চীন

0

এবার চাঁদের মাটিতেও ঘাঁটি গড়তে চায় চীন। এ উপলক্ষ্যে সম্প্রতি চীনা বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি কনফারেন্সও করেছেন।

চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শতাধিক গবেষক এবং মহাকাশ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই কনফারেন্সে অংশ নিয়েছিলেন।

২০২৮ সালের দিকে চ্যাং’ই-৮ নামের একটি চন্দ্রাভিযান পরিচালনা করবে চীন। সে অভিযানে চাঁদের মাটি দিয়ে ইট তৈরির জন্য বানানো রোবটটি পাঠানো হবে।

তার আগে ২০২৫ সালের দিকে চাঁদের দূরবর্তী অংশ থেকে প্রথম মাটির নমুনা সংগ্রহের চেষ্টা চালাবে দেশটি।

এর আগে ২০২০ সালে চ্যাং’ই-৫ মিশনে চাঁদের নিকটবর্তী অংশ থেকে প্রথম মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে এনেছিল চীন।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here