যুক্তরাষ্ট্রের বোস্টনের নিকটবর্তী ওয়েনহ্যাম সিটির বিভার্লি লাইনে ১২৮ নম্বর রুটে বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি-আমেরিকান যুবক প্রতিক সিং (২৪) প্রাণ হারিয়েছেন।
পুলিশ এবং দমকল বাহিনীর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে একটি প্রাইভেট কার উল্টে থাকতে দেখে তারা হাইড্রোলিক যন্ত্রের সাহায্যে গাড়ির দরজা কেটে ভেতরে আটকা থাকা প্রতিক সিংকে উদ্ধার করেন। পরে তাকে নিকটস্থ হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
কমিউনিটির সূত্রে জানা গেছে, প্রতিক সিং বস্টন সংলগ্ন লীন এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার পৈত্রিক বাড়ি বাংলাদেশের নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। প্রতিক সিং কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।
তদন্তকারী পুলিশ জানিয়েছে, কী কারণে গাড়িটি উল্টে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তা এখনো তদন্ত করা হচ্ছে। প্রতিক ছিলেন তার মা-বাবার দ্বিতীয় সন্তান।