মাগুরায় পুলিশি অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৩

0

মাগুরায় পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ও ৮০০ গ্রাম গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।  

আটকরা হলেন- জেলা মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামের দুলাল মোল্ল্যার ছেলে মো. শরিফুল ইসলাম (২৮), ছোট কাদিরাবাদ গ্রামের শওকত মোল্ল্যার ছেলে মো. নজরুল ইসলাম (৪৫) ও ছোট খালিমপুর গ্রামের শাহদাত বিশ্বাসের ছেলে মো. শহিদুল ইসলাম (৫৫)।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা সদর উপজেলার পৃথক দুইটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বরুনাতৈল এলাকা থেকে ২০০টি ইয়াবাসহ শরিফুল ও নজরুলকে ও ৮০০ গ্রাম গাঁজাসহ শহিদুলকে আটক করা হয়। এদের মধ্যে শহিদুলের নামে ঝিনাইদহ জেলায় ৩ কেজি গাঁজসহ মাদক আইনে মামলা রয়েছে। এছাড়া আটক তিনজনের নামে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here