কেন করাবেন ত্বক এবং চুলের ‘মেডিকেল ট্রিটমেন্ট’

0

* আধুনিক ঘরানার ফেসিয়াল ট্রিটমেন্টগুলো ডার্মাটোলডিক্যালি টেস্টেড এবং সায়েন্টিফিক্যালি ব্যাকড। তাছাড়া এগুলো সবই ডার্মাটোলজিস্টদের তত্ত্বাবধানে করা হয় বলে ত্বকের পক্ষেও নিরাপদ।

* ফেসিয়াল ট্রিটমেন্ট শুধু ত্বকের উপরিভাগেই  নয়, বরং ত্বকের গভীরে গিয়ে সমস্যার সমাধান করে। তাই সাধারণ ফেসিয়াল বা স্পায়ের তুলনায় কার্যকারিতাও অনেক বেশি। প্রভাবও দীর্ঘস্থায়ী হয়।

পোস্ট ট্রিটমেন্ট কেয়ার

প্রতিটিই যেহেতু মেডিকেল ট্রিটমেন্ট। তাই সেশনের পরে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

* পোস্ট-ট্রিটমেন্ট কেয়ারে সবচেয়ে জরুরি হলো সানস্ক্রিন। এ ধরনের ট্রিটমেন্ট করার পর ত্বক সাময়িকভাবে সেনসিটিভ হয়ে পড়ে। তাই এই সময় ত্বকের বাড়তি প্রোটেকশন জরুরি। তাই ঘরে থাকুন বা  বাইরে বের হন, ঘণ্টাখানেক অন্তর অন্তর উচ্চ এসপিএফযুক্ত সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন।

* নিয়মিত ত্বক ময়েশ্চারাইজ করাও দরকার। ত্বকের প্রপার হাইড্রেশন লেভেল বজায় না রাখলে কোনো ফেসিয়াল ট্রিটমেন্টই কার্যকর হবে না।

* লেজার হেয়ার রিডাকশনের পর ঘাম হওয়ার প্রবণতা বাড়ে। তাই ওই সময় আরও অতিরিক্ত ঘাম হবে, এমন কোনো অ্যাকটিভিটি না করাই ভালো।

* লেজার হেয়ার রিডাকশনের দুটি সেশনের মাঝে বা শেষে শেভিং, থ্রেডিং বা ওয়্যাক্সিং করা উচিত নয়।

পোস্ট-সেশনে ত্বককে সব ধরনের তাপ থেকে দূরে রাখুন। এই সময় ত্বকে ভুলেও গরম পানি ব্যবহার করবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here