যমুনায় গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

0

যমুনা নদীতে গোসল করতে নেমে শিশির খান (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের চর-মালশাপাড়ার যমুনা নদীর ৩নং চায়না বাঁধ এলাকায় গোসলে নেমে নিখোঁজ হন তিনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে রাতে ওই কলেজছাত্রের লাশ উদ্ধার করে।

মৃত শিশির খান সিরাজগঞ্জের পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার আলম খানের ছেলে ও রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের শিক্ষার্থী।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. রুহল আমিন বলেন, কলেজছাত্র নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। ডুবুরি দল না থাকায় রাজশাহী ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দিলে তারা এসে কলেজছাত্রের লাশ উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here