শেরপুরের সীমান্ত উপজেলা শ্রীবরদীর গারো পাহাড়ের জুলগাওয়ে ধান খেতে তাণ্ডব চালায় বন্য হাতির দল। এই হাতিকে ক্ষেত থেকে তাড়ানোর সময় হাতি আক্রমণ করে। এসময় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই করিম মিয়া (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়। একই সময় খবির মিয়া (৩৫) নামে অপর এক কৃষক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে উপজেলার গারো পাহাড়ের জুলগাওয়ে তিনটি বন্য হাতি ধান ক্ষেতে নেমে তাণ্ডব চালায়। এসময় স্থানীয় ৭/৮ জন কৃষক মিলে ক্ষেত থেকে হাতি তাড়াতে যায়। হাতি তাদের উল্টো আক্রমণ করলে এই ঘটনা ঘটে।