সখীপুরে অবৈধ ১০ করাতকল উচ্ছেদ

0

টাঙ্গাইলের সখীপুরে বন ঘেঁষে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি করাতকল উচ্ছেদ করেছে বনবিভাগ। উপজেলার বহেড়াতৈল রেঞ্জের কাকড়াজান এলাকায় মঙ্গলবার দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান চলে।

অভিযান চালান টাঙ্গাইল সহকারী বন সংরক্ষক আবু সালেহ ও মো. আশিকুর রহমান। করাতকল মালিকদের নামে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় স্থানীয় বন বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here