বগুড়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

0

‘নতুন দিনের নতুন আলোর নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি’ স্লোগানে বগুড়ায় পহেলা বৈশাখ ১৪৩০ উদযাপন করা হয়েছে। 

জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের সূচনা করা হয়। এরপর সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

শোভাযাত্রা শেষে সকাল সোয়া ১০টায় বগুড়া শহীদ খোকন পার্কে দুই দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া সিভিল সার্জন ডা. মো. শফিউল আজম, জেলার সাবেক মুক্তযোদ্ধা কমান্ডার রুহুল আমিন বাবলু। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here