জার্মানির অনুমোদন, যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

0

ইউক্রেনে রুশ আগ্রাসন মোকাবিলায় পোল্যান্ডের অনুরোধে সোভিয়েত নকশায় তৈরি পাঁচটি মিগ–২৯ যুদ্ধবিমান দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে জার্মানির সরকার। খবর আল জাজিরা। 

বৃহস্পতিবার জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এক বিবৃতিতে বলেন, আমরা ফেডারেল সরকারের সবাই যৌথভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছি।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী পিস্টোরিয়াস জানান, বৃহস্পতিবার পোল্যান্ডের পক্ষ অনুরোধ করা হয়। আর সেদিনই অনুমোদন এটি প্রমাণ করে যে, জার্মানির ওপর ভরসা করা যায়।  
 
১৯৯০ সালে দুই জার্মানি এক হলে উত্তরাধিকারসূত্রে সেই সময়কার পূর্ব জার্মানির কাছ থেকে ২৪টি মিগ-২৯ যুদ্ধবিমান পায় জার্মানি।

২০০৪ সালে জার্মান সরকার ২২টি যুদ্ধবিমান প্রতিবেশী পোল্যান্ডকে দিয়ে দেয়। বাকি দু’টির একটি বিধ্বস্ত হয়, আরেকটি জাদুঘরে রেখে দেওয়া হয়।  

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here