এম্বাসি ক্রিকেট কার্নিভালের চ্যাম্পিয়ন পাকিস্তান

0

পারস্পরিক সম্পর্ক, ট্যুরিজম, স্পোর্টস এবং কূটনীতিকে আরও সমৃদ্ধ করতে অনুষ্ঠিত হয়েছে এম্বাসি ক্রিকেট কার্নিভালের দ্বিতীয় আসর।

দুই দিনের এ টুর্নামেন্টে বিভিন্ন দূতাবাসের কর্মীদের নিয়ে গঠিত ১৪টি দল অংশগ্রহণ করে। এর আয়োজক ছিল বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও গেমপ্লে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে গত আসরের ফাইনালিস্ট যুক্তরাষ্ট্রকে হারিয়ে এবার শিরোপা নিশ্চিত করেছে পাকিস্তান। ৬১ রানের বড় ব্যবধানে জিতেছে দলটি। টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০৪ রান করে পাকিস্তান। জবাবে নির্ধারিত ১০ ওভারে ১৪২ রানে থেমে যায় যুক্তরাষ্ট্র।

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম, পাকিস্তান দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, সুইডিশ দূতাবাসের কনস্যুলার পার ইকগ্রেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ডেলটন স্যানর্স, ডেইলি সান পত্রিকার প্রধান সম্পাদক রেজাউল করিম লোটাস, দ্য ওয়েস্টিন ঢাকার জেনারেল ম্যানেজার স্টিফেন মাসি, টি স্পোটর্সের এজিএম এ আর মল্লিক রনি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here