গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীরকে শ্রদ্ধা জানাতে ও এক নজর দেখার জন্য সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ সারিতে অপেক্ষায় কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ।
শুক্রবার সকাল ১০টা থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে ফুল হাতে সারিতে দাঁড়ান তারা।
দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যার কারণে চিকিৎসাধীন ছিলেন বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৮১ বছর বয়সে তিনি মারা যান। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রে তার মরদেহ নিয়ে আসা হয়।