এবার কারিনার সঙ্গে জুটি বাঁধছেন কপিল শর্মা

0

কৌতুকশিল্পী হিসেবে বিনোদনের জগতে পা রেখেছিলেন। রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করার পরে নিজের দক্ষতায় অর্জন করেছেন নিজের অনুষ্ঠানও। এবার নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করার রাস্তায় হাঁটছেন কপিল শর্মা। 

জানা গেছে, ‘জুইগ্যাটো’ ছবিতে দর্শক ও সমালোচকদের নজরে আসার পর ইতোমধ্যেই আরও এক ছবির প্রস্তাব পেয়েছেন কপিল। সোনম কাপুর আহুজার বোন, রিয়া কাপুর প্রযোজিত ‘দ্য ক্রু’ ছবিতে এক বিশেষ চরিত্রে দেখা যেতে চলেছে কপিল শর্মাকে।

বরাবর নারীকেন্দ্রিক গল্প বলার দিকেই ঝুঁকেছেন অনিল-কন্যা। ‘দ্য ক্রু’ ছবিও তার ব্যতিক্রম নয়। তবে এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে দিলজিৎ দোসাঞ্জকে। এই খবর ঘোষণা করা হয়েছিল আগেই। এবার কলাকুশলীর দলে যোগ দিলেন কপিল শর্মাও। খুব শিগগিরই ছবির জন্য শুটিং করা শুরু করতে চলেছেন কৌতুকাভিনেতা।

‘কিস কিস কো পেয়ার কারু’ ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ কপিল শর্মার। তার পরে অভিনয় করেছেন ‘ফিরঙ্গি’, ‘জুইগ্যাটো’র মতো ছবিতে। নন্দিতা দাস পরিচালিত ‘জুইগ্যাটো’ স্বীকৃতি পেয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো মঞ্চে। ভারতে মুক্তির পর দর্শক ও সমালোচকদের দ্বারাও প্রশংসিত হয়েছে এই ছবি। বক্স অফিসে তেমন ভাল ব্যবসা করতে না পারলেও নজর কেড়েছেন অভিনেতা কপিল। এবার কারিনার মতো তারকার সঙ্গে এক ফ্রেমে দেখা যেতে চলেছে জনপ্রিয় কৌতুকশিল্পীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here