প্রতিবার আইপিএল এলেই দেশের ক্রিকেটে একটা হইচই পড়ে যায়। কতজন ক্রিকেটার সুযোগ পেলেন, তাদের অনাপত্তিপত্র দেওয়া হবে কি না, ম্যাচ খেলবেন কি না; এসব নিয়ে আলোচনা হয় বিস্তর। এবারের আসরে খেলার কথা ছিল তিন বাংলাদেশি সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমানের। কিন্তু সাকিব নাম সরিয়ে নেওয়ায় আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি বলতে মুস্তাফিজ আর লিটন।
মুস্তাফিজুর রহমান আছেন দিল্লি ক্যাপিটালসে আর লিটন দাস কলকাতায়। তাদের ম্যাচ খেলা নিয়েও জল্পনা অনেক। লিটনের কাছে প্রত্যাশা কী?
তিনি বলেন, ‘আইপিএল নিয়ে আমার মাথাব্যথা নেই। আইপিএলে লিটন খেলবে কি না এটা আমার চিন্তার বিষয় না। আইপিএল আমার কাছে মাথাব্যথা না, মাথাব্যথা হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল ভালো খেললে, আমরা যারা আছি, আপনারা যারা আছেন, সবাই খুশি হবো। আইপিএলে লিটন খেলছে, খুবই ভালো যে আমাদের একজন খেলছে।’
মাশরাফি বলেন, আপনি দেখুন, আমাদের মুস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে ম্যাচ খেলায়নি। এখানে অনেক বিষয় থাকে, সোশ্যাল মিডিয়ার বিষয় থাকে, আমরাও উত্তেজিত হয়ে যাই। আমাদের বাংলাদেশ ক্রিকেটের একটা সমর্থকগোষ্ঠী আছে। যেটা হয়তো তারা ব্যবহার করতে পারে। এই গুরুত্ব দেওয়া, আমাদের খেলোয়াড়দের তো ওই সক্ষমতা আছে। আমাদের নিলে যেন খেলায়, কিন্তু হয় না। এই জন্য এটা নিয়ে মাথাব্যথা দেখিয়ে লাভ নেই, আমাদের মাথাব্যথা হচ্ছে বাংলাদেশ দল।’