বিয়ে নিয়ে এবার নতুন বিতর্কে জড়ালেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তার বিরুদ্ধে অভিযোগ, বর্তমান স্ত্রী বুশরা বিবিকে তিনি শরিয়ামতে বিয়ে করেননি। ইমরান খান ও বুশরা বিবির বিয়ের কাজ সম্পন্ন করা ধর্মগুরুই এ অভিযোগ করেছেন। খবর জিও টিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
জানা গেছে, ২০১৮ সালে ইমরান খান ও বুশরা বিবির বিয়ের দায়িত্ব সম্পন্ন করার কাজে নিয়োজিত ছিলেন মুফতি মোহাম্মদ সাঈদ। তিনি বলেছেন, বুশরা বিবির ইদ্দতকালে এ বিয়ে হয়েছে। ইদ্দত সম্পর্কে বলা হয়েছে, স্বামী যদি নারীকে তালাক দেয় বা কোনো নারীর স্বামী মারা যায় তাহলে অন্তত তিনমাস ওই নারী অন্যত্র বিয়ে করতে পারবে না।
মুফতি মোহাম্মদ সাঈদ আরও জানান, বুশরা বিবির বোন হিসেবে পরিচয় দেওয়া এক নারী তাকে সেইসময় জানান ইমরান ও বুশরা বিয়ের সমস্ত শরিয়া শর্ত পূরণ করা হয়েছে। মোহাম্মদ সাঈদ দাবি করেন, তিনি ২০১৮ সালের ১ জানুয়ারি ইমরান খান ও বুশরা বিবির বিয়ের কাজ সম্পন্ন করেন এবং সেদিন থেকে এই দম্পতি একসঙ্গে থাকা শুরু করে। যদিও মুফতি মোহাম্মদ সাঈদের এই অভিযোগ নিয়ে কোনো মন্তব্য পাওয়া ইমরান খান বা তার দলের।