অতিরিক্ত গরমে দিনাজপুরে হঠাৎ ডায়রিয়ার প্রকোপসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ডায়রিয়া ছাড়াও পেটব্যাথা, সর্দি কাশি ও শ্বাসকষ্টের রোগীও দিন দিন বৃদ্ধি পাঁচ্ছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। হাকিমপুরসহ বিভিন্ন উপজেলা হাসপাতালে একই অবস্থা। অতিরিক্ত গরম ও ইফতারিতে ভাজাপোড়া খাওয়ার কারনেই অসুস্থতার হার বৃদ্ধি পাচ্ছে বলে জানান চিকিৎসক শ্যামল কুমার দত্ত।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতে, প্রতিদিন গড়ে ৬-৭জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। এছাড়াও বহিঃবিভাগে পেটব্যাথা, সর্র্দিকাশি, জ্বর ও শ্বাসকষ্টে রোগী বেড়েছে গড়ে ১৫০জন। তবে প্রতিদিন সুস্থ হয়েও রোগীরা বাড়ী যাচ্ছেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দত্ত জানান, কয়েকদিন থেকে প্রচন্ড গরম এবং সেই সাথে ইফতারিতে বাহিরের খাবার খাওয়ার জন্যেই ডায়রিয়া ও অন্যান্য রোগীর চাপ বেড়েছে। বহিঃবিভাগেও রোগীর চাপ বেড়েছে। এরমধ্যে প্রতিদিন গড়ে ৬-৭জন ডায়রিয়া রোগী ভর্তি করা হচ্ছে। আবার সুস্থ্য হয়ে বাড়ী যাচ্ছে অনেক রোগী।
এব্যাপারে তিনি বলেন, রোগীকে চিকিৎসার পাশাপাশি ইফতারিতে ভাজা পোড়া না খাওয়া, হাত ভালোভাবে পরিষ্কার করা ও বেশি পরিমানে পানি পানে পরামর্শ দিয়েছেন।