নৃশংসভাবে খুন জনপ্রিয় অভিনেত্রী, স্বামী-শ্বশুর-দেবর গ্রেফতার

0

খাবারের পাত্রে মিলেছে মাথার খুলি, ফ্রিজের ভিতর রাখা শরীরের টুকরো! তবে কোনো সিনেমার দৃশ্য নয় বরং সম্প্রতি এমন নৃশংসভাবেই হত্যা করা হয়েছে হংকংয়ের জনপ্রিয় মডেল তথা অভিনেত্রী অ্যাবি চোইকে। তাকে খুনের অভিযোগ উঠেছে অভিনেত্রীর প্রাক্তন স্বামী অ্যালেক্স কোয়াং, শ্বশুর কোং কাউ এবং দেবর অ্যান্টনি কোয়াং বিরুদ্ধে। যারা ইতোমধ্যেই গ্রেফতার হয়েছেন।

হংকং পুলিশের কাছে দায়ের হওয়া এক প্রতিবেদন অনুসারে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন চোই। শুক্রবার চীনের মূল ভূখণ্ড প্রায় ৩০ মিনিটের দূরত্বে হংকংয়ের শহরতলির অংশ লুং মেই সুয়েনের কোয়াং কাউ-এর ভাড়া করা একটি বাড়ির ফ্রিজের মধ্যে থেকে পুলিশ তার টুকরো টুকরো দেহ উদ্ধার করে।

জানা গেছে,  চোই এর প্রাক্তন স্বামী এবং তার পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি চলছিল বেশকিছুদিন ধরেই। কিছু টাকা পয়সা নিয়েও সমস্যা চলছিল তাদের ভেতর। “অ্যাবি খুবই দয়ালু ব্যক্তি এবং সর্বদা লোকেদের সাহায্য করতে চেয়েছিলেন” বলেছেন, চোইয়ের বন্ধু বার্নার্ড চেং। চেং আরও বলেন, চোইয়ের তার পরিবারের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। চোইয়ের মৃত্যুর ঘটনাকে চলতি বছরের সব থেকে মর্মান্তিক খুনের ঘটনা বলে মনে করছে হংকং পুলিশ। তাইতো অপরাধীরা যেন কোনভাবেই জামিন না পান, সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : হিন্দুস্থান টাইমস বাংলা, সিএনএন ও স্কাই নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here