ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এনামুল হক (৬৫) নামে বিডিআর বিদ্রোহ মামলার এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ঢামেকের মেডিসিন বিভাগের আইসিইউতে মারা যান তিনি।
এনামুল হক টাঙ্গাইল ঘাটাইল উপজেলার মজিবুর রহমানের ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এর আগে গত ১২ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল সাড়ে নয়টায় আইসিইউতে মারা যায় এনামুল হক।