বেশ কয়েক বছর ধরে চলা দ্বন্দ্ব ঘুচিয়ে আবারও কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে কাতার ও বাহরাইন।
রিয়াদে গতকাল বুধবার গালফ কোঅপারেশন কাউন্সিলের প্রধান কার্যালয়ে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক পৃথক বিবৃতি দিয়েছে।
২০১৭ সালে সৌদি আরবের সাথে একতাবদ্ধভাবে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাতারের সাথে সম্পর্কচ্ছেদ করে। দেশটির বিরুদ্ধে তখন ইরান ও কট্টরপন্থি গোষ্ঠীগুলোকে মদদ দেওয়ার অভিযোগ উঠেছিল।