নোয়াখালীর কবিরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে সহস্রাধিক রিকশা শ্রমিকের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
কবিরহাট উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার দুপুরে রিকশা শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর সহধর্মিনী কামরুন নাহার শিউলী।