ডিএনডি খাল রক্ষনাবেক্ষণ নিয়ে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জ। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী এলাকাস্থ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে ডিএনডির শিমরাইল পাম্প হাউসের প্রধান নিষ্কাশন খালের পাশে অবৈধ কাঁচাবাজার ও দোকানপাট, শিমরাইল রেন্টকার স্ট্যান্ড, জালকুড়ি ও আদমজী কদমতলী এলাকায় অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডর জমি দখলদারদের উচ্ছেদ করাসহ নানা বিষয় তুলে ধরেন স্থানীয় জনতা।
এ সময় উপস্থিতি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রশিদুল মামুর রাফিদ, সহকারী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী শারমিন আফরোজ ও শ্রী শুভ দত্ত, সহকারী সেচ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, কার্য সহকারী মোঃ মশিউর রহমান ও মোঃ মাহবুব হোসেনসহ স্থানীয় জনতা।