কানাডার স্মল বিজনেস মন্ত্রীর সাথে বাংলাদেশি ব্যবসায়ীদের মতবিনিময়

0

কানাডার অর্থনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়ান ব্যবসায়ীদের অবদান ও ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন কানাডা ফেডারেল সরকারের মিনিষ্টার ফর স্মল বিজনেস রিচি ভালডেজ। তিনি বলেছেন, টরন্টোসহ বিভিন্নস্থানে বাংলাদেশি কমিউনিটি ব্যবসা বাণিজ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। 

ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে অভিহিত করে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকিতে ক্ষুদ্র ব্যবসায় যাতে কোনও ধরনের বিরূপ প্রভাব না পরে সেই ব্যাপারে কানাডার সরকার সচেতন রয়েছে। তিনি ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা দূরীকরণে ট্রুডো সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। 

কানাডা এবং বাংলাদেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে গঠিত কানাডা-বাংলাদেশ ট্রেড প্রমোমন সেন্টার ইনক’র আয়োজনে কেনেডি রোডের ঘরোয়া রেস্তোরাঁয় অনুষ্ঠিত বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ফেডারেল মন্ত্রী এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন সালমা জাহিদ।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন লিবারেল পার্টি অব কানাডার সেক্রেটারি আহসানুল হাফিজ, কানাডা- বাংলাদেশ ট্রেড প্রমোশন সেন্টার ইনক এর আলম শামসুল সৈয়দ, আলিমুল হায়দারি, লিবারেল পার্টির নাজমুল জায়গীরদার। সভায় মন্ত্রী ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here